রাশেদ, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী একইসাথে অজ্ঞান হয়েছে। তারা প্রত্যেকেই ৫ম শ্রেণির শিক্ষার্থী।
তাদের সবাইকে বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা (নিলডাউন করে রাখা) নেয়ার জন্য এ ধরনের ঘটনার শিকার হয়েছেন তারা।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলালুর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রভাষ চন্দ্র সরকার বলেন, ক্লাসরুমে একজন শিক্ষার্থীর বমন করা দেখে ক্লাসের সবাই অজ্ঞান হয়েছে। তারপর অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুব হোসেন সরদার জানান, শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা সুস্থ আছেন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান জানান, এঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো শিক্ষক সম্পৃক্ত থাকলে সেই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম :
বগুড়ায় একই স্কুলের ১৮ শিক্ষার্থী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি
- Reporter Name
- Update Time : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- ৩২৯ Time View
Tag :
আলোচিত